The Bdcare Blog

করোনাভাইরাস কী? উপসর্গ ও প্রতিরোধের উপায়? শিশুর সুরক্ষায় কী করণীয়?

Posted on 11-Mar, 2020 by Dr Absar

ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে নোভেল করোনাভাইরাস। চিনের উহানে প্রাদুর্ভাব ঘটে COVID-19-এর। যা এখন ৭০টি দেশে ত্রাস হয়ে উঠেছে। আক্রান্তের সংখ্যা ৯০,০০০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক বা ওষুধ নেই। সেরে ওঠার নিশ্চয়তাও নেই। কাজেই এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় এখন নিজেরা সতর্ক থাকা।

করোনাভাইরাস কী?

COVID-19 - CO-এর অর্থ করোনা (Corona), V-এর অর্থ ভাইরাস (Virus) আর D-এর অর্থ ডিজিজ (disease) 2019 novel coronavirus- হল COVID-19 মারাত্মক সংক্রামক এই রোগ। ভাইরাস পরিবারের নয়া সদস্য এই করোনাভাইরাস।

কী ভাবে ছড়িয়ে পড়ে COVID-19?

মানুষ থেকে মানুষেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। COVID-19 ভাইরাসে আক্রান্ত কারও হাঁচি বা কাশির সময়ে মুখ যদি না ঢাকেন তাহলে হাঁচি-কাশির সেই ছিটেফোঁটা থেকে ওই জায়গায় উপস্থিত কারও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অনেক সম্ভাবনা থাকে।

গবেষকদের পরামর্শ, এই রোগের লক্ষণ ধরা পড়ার আগেই অন্য কারও শরীরে ছড়িয়ে পড়তে পারে COVID-19 ভাইরাস।

করোনার উপসর্গ

জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু হয়, এরপরে শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অনেক রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হয়। প্রতি চারজনের মধ্যে অন্তত একজনের অবস্থা মারাত্মক পর্যায়ে যায় বলে মনে করা হয়। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে হালকা ঠান্ডা লাগা থেকে শুরু করে মৃত্যুর সব উপসর্গ দেখা দিতে পারে।


শিশুদের উপর প্রভাব কী?

এটা একটা নতুন ভাইরাস। কাজেই শিশুদের উপর বা অন্তঃসত্ত্বাদের উপর এর প্রভাব কী, তা এখনও স্পষ্ট নয়। তবে যে কোনও বয়সের মানুষেরই এই রোগ হতে পারে। তবে এখনও পর্যন্ত আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা কম।

শিশুর সুরক্ষায় কী পদক্ষেপ?

. সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান। তবে এটা ফ্লু-এর সিজন। এটাও খেয়াল রাখবেন। করোনার উপসর্গ সাধারণ ঠান্ডা লাগা বা ফ্লু-এর মতোই। কাজেই উদ্বিগ্ন না-হয়ে ডাক্তারের পরামর্শ নিন।

. পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ দিন শিশুকে। বারবার হাত ধোয়ানোর অভ্যেস করুন। হাত ধোয়ার পর স্যানিটাইজার ব্যবহার করুন।

. টীকাগুলি ঠিকমতো { let data = JSON.parse(notification.message); $("#modal_title").text(data.title); $("#patient_id").val(data.notifier_id); $("#record_id").val(data.record_id); $("#notification_message").text(data.notification_message); if (data.type == "requesting_for_video_call") { $("#requestAcceptBtn, #requestCancelBtn").addClass('d-block'); } if (data.type == "video_request_accepted") { $("#requestAcceptBtn, #requestCancelBtn").addClass('d-none'); $("#paymentBtn").addClass('d-block'); // $("#connectionBtn").addClass('d-block'); } if (data.type == "video_consultation") { $("#requestAcceptBtn, #requestCancelBtn").addClass('d-none'); $("#connectionBtn").addClass('d-block'); // $("#connectionBtn").addClass('d-block'); } $('#myModal').modal('show'); }); $("#requestAcceptBtn").click(function() { let record_id = $("#record_id").val(); window.location.href = "https://bd.care/video-consultation-confirmation/" + record_id; }); $("#paymentBtn").click(function() { let record_id = $("#record_id").val(); window.location.href = "https://bd.care/video-consultation-payment/" + record_id; }); $("#connectionBtn").click(function() { let record_id = $("#record_id").val(); window.location.href = "https://bd.care/video-consultation/" + record_id; }); $("#requestCancelBtn").click(function(){ let record_id = $("#record_id").val(); window.location.href ="https://bd.care/videoRequestDeclined/"+record_id; }); // $('#myModal').modal('show');