The Bdcare Blog

অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ভালোর চেয়ে খারাপই বেশি করে!

Posted on 08-Dec, 2019 by Dr Absar

ক্ষতিকর জীবাণু থেকে নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে কে না চায়? সেই কারণেই বাজারের সেরা হ্যান্ড ওয়াশ বা এন্টিব্যাকটেরিয়াল সাবান বাড়িতে ব্যবহারের জন্য নিয়ে আসি আমরা। বিশেষ করে শীতকালে সর্দি-কাশির প্রবণতা বেড়ে যাওয়ায় অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানের ব্যবহারও এই সময় বেড়ে যায়। কিন্তু জানেন কি আপনার সাধারণ সাবানের থেকে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান মোটেই কিছু ভালো নয়। বরং এই ধরনের সাবানে ক্ষতিকর রাসায়নিক মেশানো থাকে। সেই কারণেই ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান কোম্পানিগুলিকে তাদের প্রোডাক্টের নিরাপত্তা ও কার্যকারিতার বিষয়ে নির্দিষ্ট করে তথ্য দিতে নির্দেশ দিয়েছে। কোনও সাবানের গায়ে যদি অ্য়ান্টিব্যাকটেরিয়াল লেবেল সাঁটা থাকে, তাহলে বুঝবেন এই সাবানের মধ্যে এমন একটি উপকরণ রয়েছে যা ব্যাকটিরিয়া মারতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সব সাবানেই ব্যাকটিরিয়া মারার ক্ষমতা রয়েছে, এর জন্য আলাদা করে কোনও উপকরণের প্রয়োজন নেই। বরং ব্যাকটিরিয়া মারার এই রাসায়নিকটি আমাদের শরীরের ক্ষতি করতে পারে। তাই অ্যান্টিব্যাকটেরিয়াল নয়, বরং আপনার প্রতিদিনের সাবানের ওপরেই ভরসা রাখুন।

Posted By
Dr Absar

Degree
  • MBBS
  • M.D.
  • Diploma in Cardiology (D-Card)
Specialty
  • Medicine
  • Cardiologist